#Eggless Nutella Stuffed Cookies/এগলেস(Recipe in Bengali).
You can have #Eggless Nutella Stuffed Cookies/এগলেস(Recipe in Bengali) using 9 ingredients and 10 steps. Here is how you achieve it.
Ingredients of #Eggless Nutella Stuffed Cookies/এগলেস(Recipe in Bengali)
- Prepare 1/4 কাপ of বাটার।.
- Prepare 1/4 of ব্রাউন সুগার।.
- You need 1/4 চা চামচ of ভ্যানিলা এসেন্স।.
- Prepare 1 চা চামচ of মিল্ক।.
- Prepare 1/8 চা চামচ of বেকিং সোডা।.
- You need 1 of পিন্চ বেকিং পাউডার।.
- It's 1 3/4 কাপ of ময়দা।.
- It's 3 চামচ of চকো চিপস।.
- Prepare 6 চা চামচ of নিউটেলা।.
#Eggless Nutella Stuffed Cookies/এগলেস(Recipe in Bengali) instructions
- একটি মিক্সিং বোওল এ বাটার, ব্রাউন সুগার,ভ্যানিলা এসেন্স একসাথে মিক্সড্ করে,অল্প অল্প করে মিল্ক মিক্সড্ করে নেব।.
- ময়দা,বেকিং পাউডার, বেকিং সোডা স্টেইনার এ ছেঁকে বাটার-সুগার এর মিশ্রণে অল্প অল্প করে মিক্সড্ করে নিয়ে ডো বানিয়ে নেব।.
- এরপর ডো এর মধ্যে চকো চিপস মিক্সড্ করে 30মিনিট ফ্রিজ এ রেখে দেব।.
- এবার একটি বাটার পেপার এর উপর 6 চা চামচ নিউটেলা বল করে 30মিনিট এর জন্য ফ্রিজ এ রাখবো।.
- ডো গুলি 6টি ভাগে লেচির মতো করে মাঝখানে নিউটেলা বলের পুর ভরে চ্যাপ্টা করে নেব ও উপর থেকে চকো চিপস লাগিয়ে নেব।.
- এরপর একটি প্লেটের উপর বেকিং পেপার দিয়ে বিস্কিট গুলো গ্যাব দিয়ে সাজিয়ে নেব।.
- এরপর কড়ায় নুন দিয়ে উপরে স্ট্যান্ড বসিয়ে প্রি হিট করে নেব 7-8মিনিট।.
- এরপর বিস্কিট এর প্লেট টি প্রি হিট করে রাখা কড়ায় বসিয়ে 20মিনিট বেক্ করে নেব।.
- 20মিনিট পর বেক হয়ে গেলে গ্লোডেন কালার হয়ে গেলে নাবিয়ে নেব।.
- এরপর সার্ভ করবো এগলেস্ নিউটেলা স্টাফড্ কুকিজ্।.
No comments:
Post a Comment